রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,
২ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
খেলাধুলা
ভয়াবহ বিস্ফোরণে পুড়ল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 15 November, 2025, 2:19 PM

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরের কার্লোস স্পেগাজিনি শিল্পাঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই দুর্ঘটনায় সবমিলিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) হওয়া এই বিস্ফোরণের প্রভাব প্রায় ২০ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম ক্লারিন বলছে, বিস্ফোরণের উৎসস্থল বা কারণ এখনও নিশ্চিত নয়। জানা গেছে, কেমিক্যাল থেকে এই বিস্ফোরণ ছড়িয়েছিল। প্রায় দুই ঘণ্টা ধরে স্থানীয় ফায়ার সার্ভিস ও জরুরি সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন।

আহতদের স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। যদিও কারও জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছেন মন্তে গ্রান্দে গ্রুপের পরিচালক কার্লোস সান্তোরো। তিনি বলেন, আহতদের অনেকেই আশপাশের বাসিন্দা, যারা নিজের ঘরে থেকেই আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার সময় ফ্রাঙ্কো আরমানি বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তবে তার বাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, বিস্ফোরণের কারণে আশপাশের অঞ্চলে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়েছে। এই পরিবেশগত বিপর্যয়ের কারণে আরমানি ও তার পরিবার এখনই সেখানে ফিরতে পারছেন না এবং পুরো এলাকায় যাতায়াত বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, ফ্রাঙ্কো আরমানি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেন। দুর্ঘটনার সময় তিনি হোটেলে অবস্থান করছিলেন। আরমানি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন এবং ২০২২ কাতার বিশ্বকাপেও স্কোয়াডে ছিলেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
সেনেগালকে হারিয়ে ব্রাজিলের উল্লাস
ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে ১১ জনের মৃত্যু
লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝