রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,
২ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
খেলাধুলা
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 13 November, 2025, 8:41 PM

সিলেট টেস্টের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ইনিংস ব্যবধানে জয়ের পথে বাংলাদেশ। পরাজয় এড়াতেই আয়ারল্যান্ডের প্রয়োজন ২১৫ রান, উইকেট আছে কেবল ৫টি।

বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৮৭ রানে। টেস্ট ক্রিকেটে তাদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি, দেশের মাঠে সর্বোচ্চ।

আয়ারল্যান্ড বৃহস্পতিবার দিন শেষ করে ৫ উইকেটে রানে ৮৬।

১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্রুতই হারায় আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে। ১৬৯ রানের সঙ্গে আর ২ রান যোগ করতে পারেন মাহমুদুল হাসান জয়, ৮০ রানের সঙ্গে ২ রান যোগ করতে পারেন মুমিনুল হক। দুর্দান্ত দুটি ডেলিভারিতে দুজনকেই ফেরান ব্যারি ম্যাককার্থি।

এরপর ৭৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিক ২৩ রানে আউট হন ম্যাথু হামফ্রিজের দারুণ ডেলিভারিতে।

এরপর লিটন কুমার দাসের সঙ্গে শান্তর জুটিতে আসে ৯৮ রান। ৮ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৬০ রান করে লিটন বিদায় নেন হ্যারি টেক্টরের অসাধারণ ক্যাচে।

১৪ চারে শান্ত শতরানে পা রাখেন ১১২ বলে। ৩৮ টেস্টে তার অষ্টম সেঞ্চুরি এটি।

সেঞ্চুরি পরই শেষ হয় তার ইনিংস। এরপর আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। লিড তিনশ ছাড়িয়ে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
সেনেগালকে হারিয়ে ব্রাজিলের উল্লাস
ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে ১১ জনের মৃত্যু
লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝