বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫,
২৭ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
কাতারে হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 10 September, 2025, 9:16 PM

কাতারে ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রধান ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রেন্ট ক্রুডের দাম এদিন ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৬৭ ডলার হয়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬১ সেন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৩.২৪ ডলারে।

ওএএনডিএ-এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং মনে করেন, কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে নতুন আশঙ্কা তৈরি করেছে। তিনি সতর্ক করে বলেন, যদি ওপেকপ্লাসের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়, তবে তাৎক্ষণিকভাবে তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে।

ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব। তবে কাতারের প্রধানমন্ত্রী একে শান্তি আলোচনার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। হামলার খবর ছড়িয়ে পড়ার পর বাজারে তেলের দাম প্রথমে প্রায় ২ শতাংশ বেড়ে যায়।

যদিও পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করে যে এ ধরনের ঘটনা আর ঘটবে না এবং সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন না ঘটায় দাম আবার স্থিতিশীল হয়ে পড়ে।

এদিকে চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নরসিংদীতে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
নেপালে থাকা বাংলাদেশিরা নিরাপদে আছেন: পররাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু জিতেছে শিবির: মির্জা আব্বাস
জাকসুর ভোটগ্রহণ কাল, শুরু সকাল ৯টায়
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝