বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫,
২৭ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
নরসিংদীতে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
Publish: Wednesday, 10 September, 2025, 11:24 PM

নরসিংদীর শিবপুরে আপন দুই ভাইকে নৃসংশভাবে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে তাদের চাচা-চাচী ও চাচাতো ভাইয়েরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উভয় পক্ষই প্রতিবেশী এবং আপন চাচাতো ভাই। বিকেলে একটি টিউবওয়েলে পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেটি নিয়ে সন্ধায় পুনরায় ঝগড়ায় লিপ্ত হয় দুই পক্ষ।

এসময় সার্জেন্ট মন্টুর ছেলে অলিউল ও সাজ্জাদুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের চাচা মামুন, চাচাতো ভাই দিদারুল এবং বিদুৎ।

ঘটনাস্থলেই ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে পুলিশ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নরসিংদীতে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
নেপালে থাকা বাংলাদেশিরা নিরাপদে আছেন: পররাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু জিতেছে শিবির: মির্জা আব্বাস
জাকসুর ভোটগ্রহণ কাল, শুরু সকাল ৯টায়
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝