বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫,
২৬ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী, সহিংসতায় নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 10 September, 2025, 7:39 AM

প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সেনারা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। খবর দ্য ইকোনমিক টাইমস

দিনভর উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, সিংহদরবার প্রাঙ্গণসহ সরকারি দপ্তর ও শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী অলি ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘অসাধারণ পরিস্থিতির কারণে’ তিনি দায়িত্ব ছাড়ছেন।

বিক্ষোভ শুরুর সূত্রপাত হয় ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ থেকে। পরে নিষেধাজ্ঞা তুলে নিলেও দুর্নীতি ও সরকারের ব্যর্থতার অভিযোগে আন্দোলন ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে স্লোগান তোলে ‘ছাত্রদের হত্যা কোরো না’, ‘দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও।’

সহিংসতায় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী বিক্ষোভকারীদের হামলায় আহত হন। সেনাবাহিনী গিয়ে দিউবাকে উদ্ধার করে। অপর সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে অগ্নিসংযোগ করলে তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর দগ্ধ হয়ে মারা যান।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে ভাষণে শান্ত থাকার আহ্বান জানান। সেনাবাহিনীও এক বিবৃতিতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

এখন নেপালের মূল চ্যালেঞ্জ হলো সেনাবাহিনীর হাতে থাকা নিরাপত্তা দায়িত্বের মধ্যেও সহিংস পরিস্থিতি যেন আরও অবনতি না হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

পান্থকুঞ্জ-হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধে নিষেধাজ্ঞা
লিভারে ফ্যাট জমতে দেবে না যে তিন খাবার
মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা
৪৯তম বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝