রবিবার, ১১ জানুয়ারি ২০২৬,
২৮ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Publish: Saturday, 10 January, 2026, 11:20 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠনের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুপক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর এলাকা দুপক্ষের সংঘর্ষ হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটকরা হলেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। সেই বিরোধের সূত্র ধরে শনিবার দুপুরে দুই পক্ষের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবশেষ র‌্যাব-পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ফতুল্লা থানা বিএনপির (সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া) সাংগঠনিক সম্পাদক  রিয়াদ মো. চৌধুরী বলেন, সংঘর্ষে লিপ্ত উভয় গ্রুপই একে অপরের আত্মীয়-স্বজন। তবে তাদের মধ্যে নানা কারণে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তারা বছরে ২/১ বার সংঘর্ষে লিপ্ত হন।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, উভয় গ্রুপের ৮ জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন পাওয়া গেছে। জব্দ করা হয়েছে বিস্ফোরিত বোমার কিছু অংশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে যৌথ বাহিনীর অভিযান চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভাঙছে তাহসান-রোজার সংসার, নেপথ্যে যে কারণ
বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধে
গণভোট আমাদের ম্যান্ডেটের বাইরে, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করব: ইইউ পর্যবেক্ষক প্রধান
দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, বন্ধের পথে প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ডিপিই ঘেরাও
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝