রবিবার, ১১ জানুয়ারি ২০২৬,
২৮ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১
কক্সবাজার প্রতিনিধি
Publish: Saturday, 10 January, 2026, 6:35 PM

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নামে এক ডাকাত বাহিনীর প্রধান নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে টেকনাফের মুচনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নুর কামাল নয়াপড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদক সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে।

আর্মড পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার গভীর রাতে মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নিহত হন।

অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই ডাকাতদলের মধ্যে প্রায়ই গোলাগুলি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে আসছিল। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় নিহত নুর কামালের মরদেহ আজ (শনিবার) সকালে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভাঙছে তাহসান-রোজার সংসার, নেপথ্যে যে কারণ
বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধে
গণভোট আমাদের ম্যান্ডেটের বাইরে, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করব: ইইউ পর্যবেক্ষক প্রধান
দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, বন্ধের পথে প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ডিপিই ঘেরাও
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝