গণভোট ম্যান্ডেটের বাইরে, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক প্রধান ড. ইভারস আইজাবস। রোববার (১১ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় ইভারস আইজাবস বলেন, ‘গণভোট আমাদের ম্যান্ডেটের বাইরে। শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করব আমরা।’
ইইউ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, ‘অংশগ্রহণমূলক মানে সবার অংশগ্রহণ, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে পুরোনো দ্বন্দ্ব আছে। কনসিয়েলেশনের সুযোগ আছে, যতক্ষণ এটা ভোটের হারে প্রভাব না ফেলে ততক্ষণ এটা নিয়ে মন্তব্য করবে না ইইউ।’
তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা বাংলাদেশের আসন্ন নির্বাচনে এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডার্ক টু হোপ/এসএইচ