শনিবার, ১০ জানুয়ারি ২০২৬,
২৭ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নৌ সদস্যসহ নিহত ৩
চট্টগ্রাম ব্যুরো
Publish: Friday, 9 January, 2026, 11:08 AM

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয় একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। মুহূর্তেই বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দূর্ঘটনা ঘটে৷ 

এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মার্চেন্ট নেভী সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন, তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে একজন নেভী তরুণ কর্মকর্তা ছিল৷ বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি৷ 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। মূলত দাড়িয়ে থাকা ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি ধাক্কা দেয়। নিহত আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে৷

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১১
নিরাপত্তা ও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্লেষকদের
ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি সংকট, মিলছে না এলপিজি সিলিন্ডার
ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি খামেনেয়ির
গাইবান্ধায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় নকল করায় ৫২ জন আটক
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝