শনিবার, ১০ জানুয়ারি ২০২৬,
২৭ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
গ্যাস সংকটে রাজধানীজুড়ে তীব্র জনভোগান্তি
নিউজ ডেস্ক
Publish: Friday, 9 January, 2026, 3:18 PM

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে তিতাসের গ্যাস সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এতে কার্যত অচল হয়ে পড়েছে রান্নাবান্না। ভুক্তভোগীরা জানান, কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য মিলছে না।

মগবাজারের পাশাপাশি মোহাম্মদপুর , ইস্কাটন গার্ডেন, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, গোপীবাগসহ রাজধানীর অধিকাংশ এলাকায় একই ধরনের গ্যাস সংকট দেখা গেছে। এতে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছেন অনেকে।

বর্তমানে দেশে দৈনিক প্রাকৃতিক গ্যাসের চাহিদা প্রায় ৪১০ কোটি ঘনফুট। বিপরীতে গ্রাহক পর্যায়ে সরবরাহ হচ্ছে মাত্র ২৫০ থেকে ২৬০ কোটি ঘনফুট। এই বিপুল ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে শীতকাল ও পাইপলাইনের সমস্যা।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুম এলেই রাজধানীতে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চলতি সপ্তাহে বুড়িগঙ্গা নদীর তলদেশে একটি বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট তীব্র হয়েছে। তিতাস গতকাল জানিয়েছে, মেরামতকালে পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ায় নতুন সংকট তৈরি হয়েছে। এতে ঢাকামুখী গ্যাস সরবরাহে বড় ধরনের স্বল্পচাপ দেখা দিয়েছে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। বিভিন্ন কারখানায় উৎপাদন কমে গেছে প্রায় অর্ধেকে। পাশাপাশি রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি।

তিতাসের অপারেশন বিভাগের এক শীর্ষ প্রকৌশলী জানান, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় আগে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে। এ কারণে আবাসিক গ্রাহকদের ভোগান্তি বেশি।

তবে চলমান সংকট সম্পর্কে গতকাল এক বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে কাজ চলছে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী জেইনের মরদেহ উদ্ধার
টানা তিন দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ
এলপিজি সংকটে অচল পরিবহন, কার্যত বন্ধ প্রায় হাজার অটোগ্যাস স্টেশন
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝