রবিবার, ১১ জানুয়ারি ২০২৬,
২৮ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
বিনোদন
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী জেইনের মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
Publish: Saturday, 10 January, 2026, 1:40 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের বডিবিল্ডার, মডেল ও তারকা অভিনেত্রী জেইন ট্র্যাকার মারা গেছেন। গত ১২ ডিসেম্বর তার মৃত্যু হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ তথ্য। মৃত্যুকালে ৬২ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেডকে আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, অভিনেত্রী জেইনের বন্ধু তার মরদেহ খুঁজে পাওয়ার কয়েকদিন আগে একাধিকবার ফোন করেছিল তাকে। বারবার ফোন করেও কোনো সাড়া পাননি তিনি। এ কারণে তার বাড়িতে যান খোঁজ নিতে।

এ সময় অভিনেত্রীর ওই বন্ধু তাকে ডেকে সাড়া না পেয়ে রান্নাঘরে পড়ে থাকতে দেখেন। এ অবস্থায় বন্ধুটি জাতীয় জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করার পর প্রাথমিক চিকিৎসা কর্মীরা পৌঁছায় ঘটনাস্থলে। পরে তারা মৃত ঘোষণা করে জেইনকে।

অভিনেত্রীর ছেলে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে গত ১২ ডিসেম্বর মৃত্যু হয়েছে তার মা অভিনেত্রী জেইনের। স্থানীয় মেডিকেল পরীক্ষকও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলমান।

এছাড়া জেইনের ছেলে তার মায়ের শারীরিক জটিলতা বা অসুস্থতা সম্পর্কে কিছু জানেন না, যা তার মায়ের মৃত্যুরে কারণ হতে পারে।

প্রসঙ্গত, ‘স্ক্যারি মুভি’তে মিস ম্যানের চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন বডিবিল্ডার জেইন। আশির দশকে বডিবিল্ডিং শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। এরপর ২০০০ সালে ‘স্ক্যারি মুভি’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ের সুযোগ পান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য ড্রু ব্যারি শো’ ও ‘হুজ লাইন ইজ নট অ্যানিওয়ে’। 

এ তারকা ফ্লেক্স, মাসলম্যাগ ইন্টারন্যাশনাল ও উইমেন্স ফিজিক ওয়ার্ল্ড-সহ একাধিক ফিটনেস ম্যাগাজিনেও হাজির হয়েছিলেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা
সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ
যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলিতে নিহত ৬, সন্দেহভাজন আটক
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
৩২ হাজার ভোটকেন্দ্রে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে: আইজিপি
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝