রবিবার, ১১ জানুয়ারি ২০২৬,
২৮ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
বিনোদন
মৃত্যুর দৃশ্যের শুটিংয়ের পর অভিনেত্রীর মৃত্যু
বিনোদন ডেস্ক
Publish: Tuesday, 30 December, 2025, 6:33 PM

দক্ষিণী টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ, কন্নড় ও তামিল ভাষার অভিনেত্রী নন্দিনী সিএম আর নেই। মাত্র ২৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকার একটি আবাসন থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে পেয়িং গেস্ট (পিজি) হিসেবে বসবাস করতেন।

পুলিশ ধারণা করছে, নন্দিনী আত্মহত্যা করেছে ২৮ ডিসেম্বর রাত ১১:১৬ থেকে ২৯ ডিসেম্বর রাত ১২:৩০ এর মধ্যে। এদিকে অভিনেত্রীর সহকর্মীরা বলছেন, ২৮ ডিসেম্বর সকালে শুটিংয়ে বেশ স্বাভাবিকই ছিলেন অভিনেত্রী। 

জানা গেছে, তামিল ধারাবাহিক ‘গৌরী’–তে নন্দিনীর চরিত্রকে বিষ পান করে আত্মহত্যা করতে দেখা যায়। ওই ধারাবাহিকে তার চরিত্রের মৃত্যুদৃশ্যের শুটিংয়ের কিছুদিন পরই বাস্তব জীবনেও আত্মহত্যার পথ বেছে নেন অভিনেত্রী। প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুতে নিজ বাসভবনেই আত্মহত্যা করেন নন্দিনী সিএম। এই ঘটনায় তার পরিবার, সহকর্মী ও ভক্ত গভীর শোকাহত।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে। কেঙ্গেরি পুলিশ এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। অভিনেত্রীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

নন্দিনী সিএম কন্নড় ও তামিল ভাষার বিভিন্ন টিভি শো ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’ ও ‘নিনাদে না’সহ একাধিক জনপ্রিয় প্রজেক্টে তার অভিনয় দর্শকের নজর কাড়ে।

অভিনয়জগতে নন্দিনীর সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভাঙছে তাহসান-রোজার সংসার, নেপথ্যে যে কারণ
বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধে
গণভোট আমাদের ম্যান্ডেটের বাইরে, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করব: ইইউ পর্যবেক্ষক প্রধান
দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, বন্ধের পথে প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ডিপিই ঘেরাও
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝