Publish: Sunday, 4 January, 2026, 5:18 PM

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন রোববার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়–এর সহকারী হিসেবে। কর্মজীবনের শুরুতেই তিনি ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেন। পরে ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে একক চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন।
চিত্রগ্রাহক হিসেবে তাঁর অবস্থান আরও দৃঢ় হয় ‘অবুঝ মন’ সিনেমায় চিত্ৰা জহির ও কাজী জহির–এর সঙ্গে কাজ করার মাধ্যমে। ক্যামেরার কারুকাজে গল্প বলার দক্ষতায় তিনি দ্রুতই ঢালিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন।
পরবর্তীতে পরিচালক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা। এর মধ্যে ‘যাদুর বাঁশি’ চলচ্চিত্রটি তাকে এনে দেয় বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার। এছাড়া ‘নতুন বউ’ সিনেমার মাধ্যমে তিনি বিশেষ প্রশংসা ও জনপ্রিয়তা লাভ করেন।
চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আব্দুল লতিফ বাচ্চু বাচসাস পুরস্কার, ফজলুল হক স্মৃতি পুরস্কারসহ একাধিক সম্মাননায় ভূষিত হন। শুধু নির্মাণশিল্পেই নয়, চলচ্চিত্র অঙ্গনের নীতিনির্ধারণী পর্যায়েও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে একাধিকবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।
আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিচালক, অভিনেতা, চিত্রগ্রাহক ও কলাকুশলীদের পাশাপাশি শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, অভিনয়শিল্পী সংঘসহ বিভিন্ন সংগঠন। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে আব্দুল লতিফ বাচ্চুর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার প্রস্থান এক অপূরণীয় শূন্যতা তৈরি করল ঢালিউডে।
ডার্ক টু হোপ/এসএইচ