রবিবার, ১১ জানুয়ারি ২০২৬,
২৮ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
বিনোদন
ফের সংসার বিচ্ছেদে কণ্ঠশিল্পী সালমা
বিনোদন ডেস্ক
Publish: Wednesday, 31 December, 2025, 2:49 PM

সংসার জীবনের দ্বিতীয় ইনিংসে এসে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি প্রথমে জানান তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। পরে সালমা নিজেও বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে।

গায়িকা জানান, গত নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়েছে।

সালমা বলেন, ‘গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সালমা বলেন, ‘এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’

এদিকে সানাউল্লাহ নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।’

উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকের সঙ্গে। সে সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে বনিবনা না হওয়ায় সেই সংসারে বিচ্ছেদ ঘটে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সাগরের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন সালমা। এই সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভাঙছে তাহসান-রোজার সংসার, নেপথ্যে যে কারণ
বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধে
গণভোট আমাদের ম্যান্ডেটের বাইরে, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করব: ইইউ পর্যবেক্ষক প্রধান
দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, বন্ধের পথে প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ডিপিই ঘেরাও
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝