Publish: Friday, 9 January, 2026, 11:13 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের দেশে মনোযোগ দিতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। একই সঙ্গে বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেছেন, দেশের মধ্যে থেকে কেউ যদি বিদেশি শক্তির হয়ে ‘ভাড়াটে সৈন্যের’ কাজ করে, তবে তা সহ্য করা হবে না। খবর ডনের।
গত ২৭ ডিসেম্বর ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে শুধু আর্থিক অবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ চললেও এখন ক্রমেই তা সরকার পতনের আন্দোলনে রূপ নিচ্ছে। বিক্ষোভ সামাল দিতে গিয়ে গলদঘর্ম হচ্ছে নিরাপত্তা বাহিনী।
ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পরপরই ট্রাম্প হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘যদি তারা (ইরান প্রশাসন) মানুষ মারতে শুরু করে, তা হলে আমরা তাদের উপর খুব কঠিন আঘাত হানব।’
ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে শুক্রবার (৯ জানুয়ারি) মুখ খুলেছেন খামেনেয়ি। মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘আপনি নিজের দেশের দিকে মনোযোগ দিন। বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করার জন্য নিজেদের পথ ধ্বংস করছেন।’
১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ট্রাম্পকেও ক্ষমতাচ্যুত করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন খামেনেয়ি। ইরান এর আগে আরও বড় মাত্রার অস্থিরতা দমন করেছে। তবে বর্তমানে দেশটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। আর গত সেপ্টেম্বর থেকে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বৈশ্বিক নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় আন্তর্জাতিক চাপও তীব্র হয়েছে।
এই অস্থিরতা মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ সামলাতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘দোসর’ আখ্যা দিয়েছেন।
ডার্ক টু হোপ/এসএইচ