ইরানে অর্থনৈতিক সংকট ঘিরে ১২তম দিনে গড়িয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। এর মধ্যেই দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইন্টারনেট সেবা বিচ্ছিন্নের ফলে গুরুত্বপূর্ণ সময়ে জনগণের যোগাযোগের অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
রয়টার্স বলছে, তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইরান সরকার। এমনকি মোবাইল ফোন সেবাও বন্ধের পথে রয়েছে। অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
এদিকে, দেশটির ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা।
এছাড়া ইস্পাহানে সরকারি টিভি চ্যানেল সংশ্লিষ্ট ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ড হয়েছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ডার্ক টু হোপ/এসএইচ