শনিবার, ১০ জানুয়ারি ২০২৬,
২৭ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
শিক্ষা
গাইবান্ধায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় নকল করায় ৫২ জন আটক
গাইবান্ধা প্রতিনিধি
Publish: Friday, 9 January, 2026, 11:09 PM

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ইলেকট্রানক্স ডিভাইস ব্যবহার ও মোবাইলের মাধ্যমে নকল করার অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ব্লুটুথ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ চন্দ্র কুমার দাস।

তিনি মুঠোফোনে জানান, সহকারী শিক্ষক পদে জেলায় চার শতাধিক শূন্য পদের বিপরীতে মোট ২৭ হাজার ৬৬৬ জন অনলাইনের মাধ্যমে আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৬৭ জন। জেলার তিন উপজেলায় ৪৩টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে পরীক্ষা এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা কক্ষে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জন পরীক্ষার্থী ও কেন্দ্রের বাইরে সন্দেহজনকভাবে তিনজনসহ মোট ৫২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৭ জন নারী।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ চন্দ্র কুমার দাস জানান, জানান, এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৩৭ জন, পলাশবাড়ী উপজেলায় ১২ জন ও ফুলছড়ি উপজেলা ৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে প্রবেশ গেটে তল্লাশি, হল রুমে মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর আদান-প্রদান এবং কানের ভেতর গোপনে ডিভাইস রাখার অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। এসময় অনেকের কানেই ডিভাইস পাওয়া গেছে। আটকদের থানায় হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। এছাড়া আটক পরীক্ষার্থীদের সঙ্গে কোনো চক্র জড়িত ছিল কি না, তা শনাক্তে তদন্ত চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী জেইনের মরদেহ উদ্ধার
টানা তিন দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ
এলপিজি সংকটে অচল পরিবহন, কার্যত বন্ধ প্রায় হাজার অটোগ্যাস স্টেশন
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝