শনিবার, ১০ জানুয়ারি ২০২৬,
২৭ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
অর্থনীতি
ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি সংকট, মিলছে না এলপিজি সিলিন্ডার
নিউজ ডেস্ক
Publish: Friday, 9 January, 2026, 11:17 PM

ধর্মঘট প্রত্যাহার হলেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সংকট এখনও কাটেনি। শুক্রবারও (৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে মিলছে না এলপিজি সিলিন্ডার। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা। তবে সংকট সমাধানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সরবরাহকারীরা।

গত ২ সপ্তাহ ধরেই নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে বিক্রি হয়েছে এলপিজি সিলিন্ডার। এরমধ্যেই গত ৪ জানুয়ারি এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে দাবি আদায়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দেয় ব্যবসায়ীদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এতে সাধারণ ভোক্তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

পরবর্তীতে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বিইআরসি। এরপর সংস্থাটির চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ব্যবসায়ীরা। কিন্তু শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরবরাহ সংকটের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এমনকি বাড়তি দাম দিয়ে কিনতে চাইলেও এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না ব্যবহারকারীরা।

সাধারণ ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকট ও সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত মূল্য এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বরাবরই বেশি দামে সিলিন্ডার কিনতে হয়। কিন্তু এখন বেশি দামেও মিলছে না। তাই সিন্ডিকেট যারা করে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন ভোক্তারা।

এদিকে বৃহস্পতিবার এলপিজি উৎপাদন ও আমদানি পর্যায়ে আরোপিত ভ্যাট কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। এতে আমদানিতে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর উৎপাদনে সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে।

জ্বালানি বিভাগের নেয়া এমন উদ্যোগে এলপিজির আমদানি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে সরবরাহ সংকটও কমে আসবে। যদিও এতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সরবরাহকারীরা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী জেইনের মরদেহ উদ্ধার
টানা তিন দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ
এলপিজি সংকটে অচল পরিবহন, কার্যত বন্ধ প্রায় হাজার অটোগ্যাস স্টেশন
অর্থনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝