Publish: Wednesday, 7 January, 2026, 11:42 PM

দেশের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম লিটার প্রতি ১০৪.৬১ টাকা থেকে কমিয়ে ৯৪.৯৩ টাকা এবং আন্তর্জাতিক রুটে দর ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বুধবার বিকেলে নতুন এই দর ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রাত ১২টা থেকেই এটি কার্যকর হয়।
২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দর সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। এর আগ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে।
বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল চার লাখ ৭১ হাজার ৫৩৫ টন। যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ৩৩ টনে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করে বিইআরসি।
ডার্ক টু হোপ/এসএইচ