শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫,
৫ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২
চট্টগ্রাম ব্যুরো
Publish: Friday, 19 December, 2025, 7:51 AM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ এক আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন ও হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

তিনি জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত ১২ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার। যারা আটক হয়েছেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে।

এর আগে, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত দশটা থেকে হাই কমিশনারের বাসবভনের সামনে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর
প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর, অগ্নিসংযোগ
হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝