শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫,
৫ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
Publish: Thursday, 18 December, 2025, 10:19 PM

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাতীয় পার্টির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাজরা শহিদুল ইসলাম বাবু (৬৮) নামের এই ব্যক্তি বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলের দিকে ‘পল্টন আবাসিক হোটেলের’ ৩২৪ নম্বর কক্ষ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শহিদুল ইসলাম বাগেরহাট সদরের কচুয়া এলাকার আকবর আলী হাজরার ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি নির্বাচনী কাজে ঢাকায় এসেছিলেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা পরিবারের কাছ থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তির হৃদরোগ ছিল। তিনি আগে দুইবার স্ট্রোকও করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

নিহতের ভাগনে রাহাতুল ইসলাম শাকিল বলেন, ‘তিনি নির্বাচনী কাজে গতকাল ঢাকায় এসে ওই আবাসিক হোটেলে ওঠেন। সন্ধ্যার দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে মামার মরদেহ শনাক্ত করি।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর
প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর, অগ্নিসংযোগ
হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝