Publish: Friday, 19 December, 2025, 12:04 AM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। তাঁর মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া শুক্রবার বাদ জুমা হাদির রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।’
ড. ইউনূস আরও বলেন, ‘সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের সাথে তদন্ত করতে সহযোগিতা করুন। হাদি ছিলেন পরাজিত শক্তির শত্রু। তাঁর কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর চেষ্টা রুখে দিন।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, অর্থাৎ শুক্রবার রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার মূল হোতা হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখকে চিহ্নিত করেছে। তাঁরা বর্তমানে পলাতক থাকলেও তাঁদের পরিবারের সদস্যসহ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ