কুমিল্লায় পরিবহন মালিক–শ্রমিকদের ডাকা অবরোধে বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার তিনটি টার্মিনাল থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
কুমিল্লার জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে অবরোধের কারণে ছেড়ে যায়নি কোনো বাস। পরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।
পরিবহন মালিক শ্রমিকদের অভিযোগ, কুমিল্লা চাঁদপুর রুটে আইদি পরিবহন নামে একটি সার্ভিস দীর্ঘদিন কোনো রুট পারমিট ছাড়াই ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার থেকে চলাচল করছিল। গত ১৬ ডিসেম্বর এই সার্ভিসের কয়েকটি বাস জাঙ্গালিয়া বাস টার্মিনালে অবৈধভাবে এনে এখান থেকে সার্ভিস শুরু করা হয়।
এর প্রতিবাদ জানান কুমিল্লা জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা। ১৭ ডিসেম্বর অবৈধ সার্ভিস বন্ধের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দেন তারা।
এতেও এই আইদি পরিবহনের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় কুমিল্লা নগরীর কেন্দ্রীয় তিনটি বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচলে অবরোধ ঘোষণা করেন তারা।
ডার্ক টু হোপ/এসএইচ