Publish: Friday, 19 December, 2025, 10:30 PM

মাগুরায় জেলা ভূমি ও রেজিস্ট্রি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে জেলা পুলিশ কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অবস) সংবাদ সম্মেলনে বলেন, বিশেষ অভিযান চালিয়ে ভোরে নিজনান্দরয়ালী গ্রাম এবং শহরের নোমানি ময়দান এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- নিজনান্দুয়ালী গ্রামের রবিন শেখ (১৯), রায়হান শেখ (২৩) এবং নোমানী ময়দান সংলগ্ন এলাকার হাসিবুল হাসান (২০) ।
মামলার বরাতে পুলিশ জানায়, ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা ভূমি ও রেজিস্ট্রি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে সরকারি এই দুই কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “নাশকতার উদ্দেশ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার মদতদাতাদের খুঁজে বের করা হচ্ছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ডার্ক টু হোপ/এসএইচ