শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫,
৬ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
পুলিশের ধাক্কায় মোটরসাইকেল উল্টে ট্রাকের নিচে, ২ তরুণ নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 19 December, 2025, 10:45 PM

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী (১৮) ও সোহাগ আহমেদ (১৮) নামে দুই তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশের ধাওয়ার অভিযোগ তুলে মরদেহ নিয়ে বিক্ষুব্ধ জনতা প্রায় চার ঘণ্টা সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত রিফাত আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে ও সোহাগ আহমেদ পৌর এলাকার চান্দলাই-জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যরা রিফাত ও সোহাগ বহনকারী মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন। তারা সংকেত অমান্য করে সামনে এগোতে চাইলে পুলিশ সদস্যরা মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই রিফাত আলী মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত সোহাগ আহমেদকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সোহাগের বাবা আশরাফুল ইসলাম বলেন, পুলিশের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়, ফলে দুজনই ছিটকে পড়ে। এতে তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের ওপর মরদেহ রেখে অবরোধ শুরু করে। একপর্যায়ে তারা বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করা হয় এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আংশিকভাবে নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ দুটি উদ্ধার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে বিক্ষোভ চলছিল।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

পুলিশের ধাক্কায় মোটরসাইকেল উল্টে ট্রাকের নিচে, ২ তরুণ নিহত
মাগুরায় ভূমি কার্যালয়ে আগুন: ৩ আসামি গ্রেপ্তার
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসছে শনিবার
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-আগুন: সম্পাদক পরিষদ-নোয়াবের নিন্দা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝