শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫,
৫ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
আখাউড়া সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Publish: Thursday, 18 December, 2025, 1:44 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় মুন্না (১৮) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে ঘটনাটি ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়। আটক যুবক আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটোরিকশাচালক মো. শাহআলম মিয়ার ছেলে। 

আটক মুন্নার পরিবার জানায়, বুধবার ভোরে থেকে মুন্নার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যমে জানতে পারেন বিএসএফ মুন্নাকে ধরে নিয়ে গেছে। বিষয়টি তারা  আগরতলায় থাকা আত্মীয়দের মাধ্যমে নিশ্চিত হন।

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, আটক মুন্না একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে আখাউড়া থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। বুধবার ভোরে সে অবৈধভাবে আখাউড়ার বাউতলা সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতের ৩০০ গজ ভেতরে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ তাকে মাদকসহ আটক করে। 

এ প্রসঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে মুন্নাকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মাগুরায় ভূমি কার্যালয়ে আগুন: ৩ আসামি গ্রেপ্তার
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসছে শনিবার
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-আগুন: সম্পাদক পরিষদ-নোয়াবের নিন্দা
ডিএনসিসির পরিত্যক্ত ভবন থেকে বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝