মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫,
১১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
খেলাধুলা
স্বপ্নভঙ্গ ব্রাজিলের, স্বপ্নের ফাইনালে পর্তুগালের যুবারা
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 25 November, 2025, 7:56 AM

দোহার সবুজ গালিচায় যেন নেমেছিল স্নায়ুচাপের ঝড়। একপাশে ব্রাজিল, অন্যপাশে স্বপ্ন বুকে নিয়ে এগোনো পর্তুগাল। দুই দলের টানটান লড়াই ৯০ মিনিটেও নির্ধারণ করতে পারেনি কে সেরা। শেষ পর্যন্ত ভাগ্যনির্ভর টাইব্রেকারের হৃদয়কাঁপানো মুহূর্তে ৬-৫ গোলের জয়ে ব্রাজিলকে কাঁদিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল পর্তুগিজ যুবারা। এর ফলে স্বপ্নভঙ্গ হয় তারুণ্যে ভর করা সেলেসাওদের।

সোমবার (২৪ নভেম্বর) রাতে দোহায় অনুষ্ঠিত সেমিফাইনালে দুই দলের আক্রমণাত্মক ফুটবল চোখ ধাঁধিয়ে দেয়। ব্রাজিলের বজ্রগতির আক্রমণ বারবার পর্তুগালের বক্সে ঢুকলেও দুর্দান্ত রক্ষণ আর গোলরক্ষকের কল্যাণে কোনো গোল পায়নি তারা। অপরদিকে পর্তুগালের সংগঠিত আক্রমণ মাঝমাঠ নিয়ন্ত্রণ করলেও ব্রাজিলের রক্ষণ শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায়।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মেলেনি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই শুরু হয় আসল নাটক।

টাইব্রেকারের প্রথম পাঁচ শটে দুই দলই ছিল নিখুঁত। খেলা গড়ায় সাডেন ডেথে। পর্তুগালের হোসে নেতো কোনো ভুল না করে বল জালে পাঠান। এরপর ব্রাজিলের তরুণ আঞ্জেলো চাপ সামলাতে ব্যর্থ হন। তার শটটি বারের ওপর দিয়ে বাইরে চলে যায়। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির। ৬-৫ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

ফাইনালে এখন পর্তুগালের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দোহায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রিয়া-পর্তুগাল। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নিহত অন্তত ১০
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৪, আহত অনেকে
স্বপ্নভঙ্গ ব্রাজিলের, স্বপ্নের ফাইনালে পর্তুগালের যুবারা
সিলেটের যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝