মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫,
১১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
খেলাধুলা
বাফুফের সঙ্গে কোনো চুক্তি হয়নি—দাবি মালয়েশিয়ার কোম্পানির
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 24 November, 2025, 1:28 PM

বাংলাদেশ ফুটবল লিগের লোগো ও পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করে চরম বিতর্কের মুখে পড়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। প্রথমে লোগো নকলের অভিযোগ ওঠে। পরে পৃষ্ঠপোষক হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস প্রতিষ্ঠান পেট্রোনাসের নাম ঘোষণা করে।

এতেই মালয়েশিয়ান ফুটবলপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েন। নিজ দেশের ফুটবল রেখে বাংলাদেশের ফুটবলে টাকা ঢালছে পেট্রোনাস, তা বুঝে উঠতে পারছিলেন না। এরই প্রেক্ষিতে বাংলাদেশের ফুটবল লিগের পৃষ্ঠপোষক হওয়ার দাবিটি উড়িয়ে দিয়েছে পেট্রোনাস।

এক বিবৃতিতে মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ ফুটবল লিগের কথিত টাইটেল স্পনসরশিপ নিয়ে সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো সম্পর্কে আমরা অবগত। পেট্রোনাস বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে কোনো ধরনের স্পনসরশিপ চুক্তিতে যায়নি। এ লিগের সঙ্গে আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের জন্যও কোনো অনুমোদন দেওয়া হয়নি।

পেট্রোনাসের এমন দাবির পর বাফুফে সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘এ ব্যাপারে পরে পর্যালোচনা করবো। বাফুফের ভাবমূর্তি ও বাংলাদেশ ফুটবল লিগ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।’

এর আগে লোগো নকলের অভিযোগ উঠে। বিদেশি কোম্পানির একটি অ্যাপের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে। এ প্রসঙ্গে ফাহাদ করিম বলেন,  ‘বেশ গুরুত্বের সঙ্গেই লোগো করা হয়েছে। কোনো অ্যাপ বা অন্য কারোর সঙ্গে আমাদের লোগোর সামঞ্জস্য হলে সেটা একান্তই কাকতালীয়।’

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস পরীক্ষার্থীদের
গাজীপুরে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
নওগাঁয় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭
পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সিইসি
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝