এশিয়া কাপ রাইজিং স্টার্স
সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 24 November, 2025, 12:38 AM

সেমিফাইনালে সুপার ওভারের রোমাঞ্চে ভারত 'এ' দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ 'এ' দল। শিরোপা নির্ধারণী লড়াইয়েও একই নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হলো তারা। তবে এবার আর শেষ হাসি হাসতে পারলেন না আকবর আলীরা। তাদেরকে হতাশ করে রাইজিং স্টার্স এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান শাহিনস।
রোববার কাতারের দোহায় সুপার ওভারে গড়ানো রুদ্ধশ্বাস ফাইনালে হেরেছে বাংলাদেশ। সুপার ওভারে তারা আগে ব্যাট করে ৬ রান তোলার পর ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে শিরোপা নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে ২০ ওভারের মূল ম্যাচে দুই দলই থামে ১২৫ রানে।
এর আগে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যায় সাকলাইন ও রিপন।
ম্যাচ জিততে শেষ ২ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৭ রান। হাতে উইকেট কম থাকায় পাকিস্তানের জয়ই তখন সম্ভাব্য মনে হচ্ছিল। কিন্তু ১৯তম ওভারে পাকিস্তানি বোলার শহীদ আজিজের ওপর চড়াও হন সাকলাইন ও রিপন। দুজনে মিলে হাঁকান বিশাল ৩টি ছক্কা, ওই ওভার থেকে আদায় করে নেন ২০ রান।
সমীকরণ দাঁড়ায় শেষ ওভারে জয়ের জন্য ৭ রান। প্রথম বলে ২ এবং দ্বিতীয় বলে ১ রান নিয়ে রিপন স্ট্রাইক দেন সাকলাইনকে। তৃতীয় বল ডট হলেও চতুর্থ বলে ১ রান আসে। শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। পরপর দুই বলে দুই রান নিতে পেরেছেন। তাতে সুপার ওভারে গড়ায় বাংলাদেশ ও পাকিস্তানের ফাইনাল। সাকলাইন ১৬ এবং রিপন ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: