এশিয়া কাপ রাইজিং স্টার্স
বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল আজ
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 23 November, 2025, 8:29 AM

কাতারের দোহায় চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাইজিং স্টার্স টুর্নামেন্ট। আট দলের প্রতিযোগিতা শেষে আজ শিরোপার লড়াই। টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস।
দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লড়বে আকবর আলী ও ইরফান খানের দল।
ম্যাচে বাংলাদেশের সমর্থকরা তাকিয়ে থাকবে হাবিবুর রহমান সোহান ও অধিনায়ক আকবর আলীর দিকে। সোহান ৪ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ২০২ রানে টুর্নামেন্টের তৃতীয় সংগ্রাহক। ১২ চার ও ১৯ ছক্কায় ইনিংসগুলো সাজান এ ব্যাটার। গ্রুপপর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরির পর সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেন ৬৫ রানের ইনিংস।
আর বোলিংয়ে বাংলাদেশের ভরসা রিপন মন্ডল। ৪ ম্যাচে ১১০ রান খরচ করে ৮ উইকেট নিয়ে আছেন টেবিলের শীর্ষে। প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে অবিশ্বাস্য নাটকীয়তার লড়াইয়ে সুপারওভারে জিতে ফাইনালে পা রাখে বাংলাদেশ।
দ্বিতীয় সেমিতে তীব্র প্রতিযোগিতা শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে পরাজিত করে শিরোপার লড়াই নিশ্চিত করে পাকিস্তান শাহিনস।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: