মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫,
১১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ
নওগাঁয় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭
নওগাঁ প্রতিনিধি
Publish: Tuesday, 25 November, 2025, 1:41 PM

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। গতকাল রোববার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এক বিয়ে বাড়ির খাবার খেয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৩৮)। তিনি ওই আগ্রাদ্বিগুন গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ মানুষের খাবার আয়োজন করা হয়। খাবার খাওয়ার পর ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাত্রাতিরিক্ত পেট ব্যথ্যা ও বমি শুরু হয়। এক পর্যায়ে একে একে অসুস্থ হতে থাকলে পরের দিন সোমবার সকালে তাদের নেওয়া হয় পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ভর্তির পর মোজাফফর হোসেনকে আশঙ্কাজনক অবস্থ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তবে এরপরই রাজশাহীতে নেওয়ার পথে মোজাফফরের মৃত্যু হয়।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ সমকালকে বলেন, ‘পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১৭ জন এখনও ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। একজন রাজশাহী যাওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।’

এ বিষয়ে থানা পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

যমুনা অভিমুখে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা
দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা
মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস পরীক্ষার্থীদের
গাজীপুরে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝