Publish: Tuesday, 25 November, 2025, 12:19 AM

দেশের তিন জেলায় এক রাতে ‘মব’ সন্ত্রাসের শিকার হয়ে তিন যুবক নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন শাহিন শিকদার (২৮) নামের একজন। নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগ তুলে পারভেজ (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে মো. মুছা (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ফরিদপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত তিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রোববার (২৩ নভেম্বর) রাতে চোর সন্দেহে চারজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। তাদের মধ্যে শাহিন শিকদার নামের এক যুবক মারা গেছেন। আহত তিনজন পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত শাহিন নগরকান্দার গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। আহতরা হলেন– পারভেজ, সুমন ও এনামুল।
নগরকান্দা থানার ওসি মোহাম্মদ রেজাউল করিম জানান, রোববার রাত ২টার দিকে দেবীনগর সার্বজনীন পূজা মন্দিরের সামনের রাস্তা দিয়ে শাহিনসহ পাঁচজন হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের পরিচয় জানতে চান এবং ‘চোর চোর’ বলে চিৎকার করেন। এ সময় তাদের ধাওয়া দিলে একজন পালিয়ে যান। শাহিনসহ বাকি চারজনকে পিটুনি দেয় এলাকাবাসী।
নারায়ণগঞ্জে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচরা এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে পারভেজ নামের যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদের ভাই মেজবাহ উদ্দিন মেছের ও তাঁর ছেলেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে নিহতের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেছেন। সোমবার মেজবাহর বাড়ি থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাশিল্ড এলাকার প্রয়াত তারা মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। পারভেজ বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেজবাহ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। চোর আখ্যা দিয়ে সোমবার ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত পারভেজকে নির্যাতন করে মেজবাহ এবং তাঁর ছেলে মাহিন ও শাহীন। সকাল ৭টার দিকে পারভেজের মৃত্যু হলে মরদেহ বাড়ির বারান্দায় রেখে পালিয়ে যান তারা।
কুমিল্লায় ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে খুন
কুমিল্লার চান্দিনা উপজেলায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে মো. মুছা নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) রাতে চান্দিনার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মুছা কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
গত ৩০ অক্টোবর প্রকাশিত মানবাধিকার সংস্থা ‘অধিকার’ পরিসংখ্যান অনুসারে, গত ১৪ মাসে ‘মব’ সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন ১৫৩ জন। এই ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে সেপ্টেম্বর মাসে, ১৮টি।
ডার্ক টু হোপ/এসএইচ