মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫,
১১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ
চট্টগ্রামে কম্বল গোডাউনে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম ব্যুরো
Publish: Monday, 24 November, 2025, 6:33 PM

চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় একটি শীতকাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলী পোড়া মসজিদ এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সাথে সাথে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ খবরে আগ্রাবাদসহ কয়েকটি স্টেশন থেকে একে একে ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ভবনের তৃতীয় তলায় জুতার গুদাম ও কারখানা এবং দ্বিতীয় তলায় আরেকটি কারখানা। তবে আগুন ভবনের অন্য তলায় ছড়িয়ে পড়েনি। ভবনে শতাধিক মানুষ কাজ করলেও কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, যেখানে আগুন লাগে সেটি ছিল আল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কম্বলের গুদাম। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন চারতলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ ও কম্বল জাতীয় কাপড়ে আগুন লাগার কারণে নির্বাপণে বেশ বেগ পেতে হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস পরীক্ষার্থীদের
গাজীপুরে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
নওগাঁয় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭
পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সিইসি
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝