ঢাকা-ময়মনসিং মহাসড়কের কুর্মিটোলা গলফ ক্লাবের সামেন একটি ব্যক্তিগত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সাড়ে ১০টার দিকে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগে যায়। একজন মোটরসাইকেল চালক গাড়িতে আগুন দেখে ৯৯৯-এ ফোন দেয়। কয়েক মিনিটের মধ্যে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার চালিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে বলে জানা গেছে।
দীর্ঘক্ষণ চলার কারণে গাড়িটির ইঞ্জিনে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটানার পর কুড়িল বিশ্বরোডের ঢাকামুখী রোডটি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হয়। এতে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ডার্ক টু হোপ/এসএইচ