গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৪, আহত অনেকে
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 25 November, 2025, 7:58 AM

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরো অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে এসব হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স এসব খবর জানিয়েছে। প্রতিবেদন বলছে, এছাড়া মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কায়রোতে মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করেছে হামাসের শীর্ষ প্রতিনিধিদল।
যুদ্ধবিরতির পরও এখনো গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ বলে উল্লেখ করেছে ইউএনআরডব্লিউএ। উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল জানিয়েছে সংস্থাটি। প্রতিদিন গড়ে ১৭০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে, যা মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ঠ নয়।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: