মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫,
১১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক
জেলেনস্কি ‘অকৃতজ্ঞ’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 24 November, 2025, 8:48 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র–ইউক্রেন সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি নাম উল্লেখ না করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে আখ্যায়িত করেন। তাঁর ভাষায়, ইউক্রেনের নেতৃত্ব যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি।

ট্রাম্প ওই পোস্টে দাবি করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এমন একটি যুদ্ধ পেয়েছেন যা নাকি শুরুই হওয়ার কথা ছিল না। তাঁর মতে, বর্তমান সংঘাত সবার জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে—বিশেষ করে সেই লক্ষ লক্ষ মানুষের জন্য, যারা কোনো কারণ ছাড়াই প্রাণ হারিয়েছেন।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি ২৮ দফার একটি শান্তি-প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, যা গ্রহণের জন্য ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছেন। প্রস্তাবের খসড়ায় উল্লেখ রয়েছে—যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনকে শুধু দখলকৃত অঞ্চলই নয়, বরং নিজেদের নিয়ন্ত্রণে থাকা কিছু ভূখণ্ডও রাশিয়ার কাছে ছাড়তে হবে। পাশাপাশি যুদ্ধকালীন মানবাধিকার লঙ্ঘন বা যেকোনো ধরনের যুদ্ধাপরাধের তদন্ত ও বিচার প্রক্রিয়া বাতিল করে সাধারণ ক্ষমা দেওয়ার কথাও এতে উল্লেখ রয়েছে।

এমন পরিস্থিতিতে এক ভিডিও বার্তা প্রকাশ করে জেলেনস্কি বলেন, স্বাধীনতার লড়াইয়ের কঠিনতম অধ্যায়ে দাঁড়িয়ে আছে দেশটি। তাঁর ভাষায়, ইউক্রেনের সামনে এখন দুটি পথ—সম্মান হারানো, অথবা হারাতে হতে পারে এক বন্ধুকে।

সূত্র: এনবিসি নিউজ

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস পরীক্ষার্থীদের
গাজীপুরে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
নওগাঁয় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭
পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সিইসি
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝