বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম না থাকায় চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের মনোনয়ন প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৩ অক্টোবর) রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। এসময় এমএ হান্নানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান সমর্থকরা। একই সঙ্গে মো. হারুনুর রশিদের মনোনয়ন বাতিলের দাবি জানান।
মো. হারুনুর রশিদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ২০১৮ সালেও দলীয় মনোনয়ন পান তিনি। সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রাথমিক যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন তার মধ্যেও আছে হারুনুর রশিদের নাম।
নাম ঘোষণার পর সোমবার রাত ১০টায় বিক্ষোভ শুরু করে এমএ হান্নানের সমর্থকরা। তাদের কর্মসূচি চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। এর আগে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থানীয় বাসস্ট্যান্ডে জড়ো হন তারা। সেখানে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করার পর বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
ডার্ক টু হোপ/এসএইচ