Publish: Tuesday, 4 November, 2025, 8:51 PM

বরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ, শিল্পসমালোচক, গণসংগীতকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী (বাবলু) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
শিল্পী মতলুব আলীর স্ত্রী গীটারশিল্পী রেহানা মতলুব (রেখা) বিষয়টি নিশ্চিত করেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান বলে জানান রেহানা মতলুব।
১৯৭১ এর ১৬ ডিসেম্বর স্বাধীনতার উদয়কালে ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’ গানের রচয়িতা বাংলাদেশের চারুকলা আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এবং উদীচীর উপদেষ্টা ও একসময়ের সঙ্গীত শিক্ষক অধ্যাপক মতলুব আলীর আকস্মিক মৃত্যুতে চারুকলা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শিল্পী মতলুব আলীর জন্ম ১৯৪৬ সালে রংপুরের মুন্সীপাড়ায় (মাদরাসা রোড)। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক পাস করেন তিনি। এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মতলুব আলী। পরে প্রতিষ্ঠানটিতে একই বিভাগে অধ্যাপনা শুরু করেন। চারুকলা অনুষদের ডিনের দায়িত্বও পালন করেছেন তিনি।
মতলুব আলীর অনেক চিত্রকর্মে মহান মুক্তিযুদ্ধের প্রভাব রয়েছে। তাঁর ক্যানভাসে বিমূর্ত হয়েছে মহান স্বাধীনতা, দেশ ও উদার মানবতাবাদ। সমাজের অন্ত্যজ শ্রেণির দারিদ্র্যতা, দুর্দশাগ্রস্ত জীবনালেখ্য উঠে এসেছে তাঁর নানা ছবিতে। তেলরঙে আঁকা ‘রাজারবাগ একাত্তরে' কোলাজ, কালি-কলমের আঁচড়ে আঁকা ‘শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা বোনে’, জলরঙে আঁকা ‘শহীদ মুক্তিযোদ্ধার প্রত্যাবর্তনে’, ‘মানব সন্তানে’, ‘দুই বালকে’ - এমন বহু ছবিতে এই শিল্পীর দেশপ্রেমের স্বাক্ষর বহন করে৷
ডার্ক টু হোপ/এসএইচ