Publish: Monday, 3 November, 2025, 10:18 PM				
				
								
				
			 
					
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে যে কয়জন মনোনয়ন পাননি, তার মধ্যে রয়েছেন দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রার্থী তালিকায় তার নাম না আসায় অনেকে অবাক হয়েছেন। তার আসন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি কাজী সালাউদ্দিনকে প্রার্থী করেছে।
বিএনপির এই নেতা মনোনয়নবঞ্চিত হওয়ার খবর পেয়ে তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চরে সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
এতে কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে নেতা-কর্মীদের।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’
ডার্ক টু হোপ/এসএইচ