Publish: Tuesday, 4 November, 2025, 8:05 AM				
				
								
				
			 
					
ফেনী সদরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে ভর্তি রাখেন চিকিৎসক।
দগ্ধরা হলো- মো. রফিকুল ইসলাম (৪০), আবুল কাশেম (৫৫) এবং জেসমিন আক্তার (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক বিধান সরকার ।
ডা. বিধান সরকার বলেন, ‘ফেনী থেকে রফিকুল শরীরে ২২ শতাংশ দগ্ধ, আবুল কাশেমের ২০ শতাংশ এবং জেসমিন আক্তারের ১৩ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে আনা হলে তাদের ভর্তি দেওয়া হয়। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
অধ্যাপক বিধান সরকার আরও বলেন, ‘দগ্ধদের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি ফেনীর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তারা দগ্ধ হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবহিত করেছি।’
ডার্ক টু হোপ/এসএইচ