মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫,
২০ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
বাংলাদেশ
নড়াইলে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন, অপরজনের ৭ বছর কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি
Publish: Monday, 3 November, 2025, 8:07 PM

নড়াইলের মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় প্রেমিকা আশা বেগম (৩০) ও আরাফত শেখ (৩২) নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং রোমান ভুঁইয়া (৩৩) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আসামি শাবানা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আশা বেগম ও আরাফত শেখ আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। অপর আসামি রোমান ভুঁইয়া এ সময় আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার নাকশী গ্রামের মৃত তোকাম ফকিরের ছেলে মাসুম ফকির ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। ঘটনার পাঁচ দিন পর ১৩ ডিসেম্বর লোহাগড়া উপজেলার জালালশি গ্রামের তপন বিশ্বাসের বাড়ির সন্নিকটে নবগঙ্গা নদীর উত্তর পাড়ের চর থেকে পুলিশ মাসুমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

এ ঘটনায় নিহত মাসুম ফকিরের ছোট ভাই শহিদুল ফকির বাদী হয়ে নিহত মাসুম ফকিরের প্রেমিকা আশা বেগমকে আসামি করে ১৫ ডিসেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন। মামলায় দুই নারীসহ চারজনকে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দেয়। মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে ৭ অস্ত্র চুরি
চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলী আর নেই
তিনটি রাজনৈতিক দলকে প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সংকেত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝