আফগানিস্তানের উত্তরাঞ্চলে আজ সোমবার (৩ নভেম্বর) ভোররাতে হওয়া ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
এনডিএমএর মুখপাত্র মোহাম্মদুল্লাহ হামাদ জানান, ভুমিকম্পের উৎপত্তিস্থল সামানগান প্রদেশে ১৪৩ জনের আহত হওয়ার খবর তাদের কাছে এসেছে। এদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আজ সোমবার ভোরে উত্তর আফগানিস্তানে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিসের তথ্য অনুসারে, ভূমিকম্পটি আজ ভোরের দিকে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে আঘাত হানে এবং এর উপকেন্দ্র ছিল মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি।
এএফপি-র একজন সংবাদদাতা জানিয়েছেন, এই ভূকম্পন আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম শহর মাজার-ই-শরিফের বাসিন্দাদের ঘর ভেঙে পড়ার ভয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য করে। রাজধানী কাবুলে থাকা সংবাদদাতারা জানিয়েছেন, কম্পনটি প্রায় ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) দক্ষিণেও অনুভূত হয়েছে।
এ বছরের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার একটি অগভীর ভূমিকম্প পাহাড়ের গ্রামগুলোকে নিশ্চিহ্ন করে দেয় এবং এতে ২ হাজার ২০০-রও বেশি মানুষের মৃত্যু ঘটায়।
এর আগে, ২০২৩ সালে ইরানের সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় হেরাতে এবং ২০২২ সালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে হওয়া বড় ভূকম্পনগুলোতে শত শত লোক নিহত হয়েছিল এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।
ডার্ক টু হোপ/এসএইচ