নেপালের হিমালয়ের একটি চূড়ায় তুষারধসে পাঁচ বিদেশি পর্বতারোহী ও দুই নেপালি গাইড নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিএনএন।
সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ৪৯০০ মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা এবং পরিচয় নিশ্চিত করা হয়নি।
প্রতিবেদন বলছে, গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি হচ্ছে, পাহাড়ে তুষারঝড়ের খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।
ইয়ালুং রি ৫৬০০ মিটার উঁচু একটি শৃঙ্গ। যাদের উচ্চ পর্বত আরোহণের পূর্ব অভিজ্ঞতা নেই, তাদের জন্য এটিকে একটি পর্বত হিসেবে বিবেচনা করে ভ্রমণ করা হয়। নেপালে বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতের মধ্যে আটটিই অবস্থিত, যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ