ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, শিশুসহ নিহত ৯
			
			আন্তর্জাতিক ডেস্ক
						
				
										Publish: Monday, 3 November, 2025, 8:07 AM				
				
								
				
			 
	
			
	
			
					
ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। এদিকে, মস্কো অঞ্চলের কাছে ৩টি গুরুত্বপূর্ণ জ্বালানি লাইন ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এসব খবর। 
প্রতিবেদন বলছে, শনিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন এলাকায় ৮শ’র বেশি হামলা চালিয়েছে রাশিয়া। ডিনিপ্রোপেত্রোভস্কে একটি দোকানে হামলায় ৪ জন নিহত হয়। তাদের মধ্যে ১১ ও ১৪ বছর বয়সী দুই কিশোরও রয়েছে।
এছাড়া ওডেসা অঞ্চলে রুশ বিমান কয়েকটি ট্রাক ও যানবাহনে বোমা হামলা চালালে ২ জন নিহত ও ৩ জন আহত হয়। হামলা হয়েছে খেরসন ও মাইকোলাইভে। সেখানে ২ জন নিহত ও ২১ জন আহত হয়।
জাপোরঝিয়ায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকয়েকটি ঘরবাড়ি। এসব হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কেবল জাপোরঝিয়ায় বিদ্যুৎহীন রয়েছে প্রায় ৬০ মানুষ। 
ডার্ক টু হোপ/এসএইচ
					
			 
	  	
	  
মতামত লিখুন: