মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫,
২০ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
খেলাধুলা
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 31 October, 2025, 10:08 PM

বাংলাদেশকে লজ্জায় ডুবালো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের নাস্তানাবুদ করে ছাড়ল ক্যারিবীয়রা। ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ টাইগাররা।

প্রথম দুই ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করে বাংলাদেশ, দুটো ম্যাচেই হেরে যায় টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে এসে আজ টসে জিতে আগে ব্যাট করতে নামে লিটন দাসরা। তবে ভাগ্য বদলায়নি, এবার হার ৫ উইকেটে।

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বড় পুঁজি তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ। তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংসে কোনোরকমে ১৫১ রানে পৌঁছায় দল। ব্যাট হাতে ভালো করতে পারেননি আর কেউ।

জবাব দিতে নেমে ৫২ রানে ৩ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। আকিম অগাস্ট আর রোস্টন চেজের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছায় তারা। জুটিতে আসে ৪৬ বলে ৯১ রান।

শুক্রবার একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ, বদল আসে উদ্বোধনী জুটিতেও। তানজিদ তামিমের সাথে ব্যাট করতে আসেন পারভেজ ইমন। তবে বড় হয়নি তাদের জুটি, ৩.১ ওভারে ২২ রানে ফেরেন ইমন (৯)।

তবে লিটন দাসকে নিয়ে দলকে টানতে থাকেন তামিম। দুজনের জুটিতে পাওয়ার প্লেতে আসে ৪০ রান। তবে এই যুগলবন্দীও বড় হয়নি, ২৬ বল থেকে আসে মাত্র ২২ রান। ৭.৩ ওভারে লিটন ফেরেন ৯ বলে ৬ রান করে।

এরপর সাইফ হাসানকে নিয়ে ফিফটি পূরণ করেন তামিম। আগের ম্যাচেও ফিফটি করা এই ব্যাটার ৩৬ বলে স্পর্শ করেন এই মাইলফলক। এদিকে পঞ্চাশ ছোঁয়ার পথে গড়েন ১ হাজার রানের মাইলফলক।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রানের মাইলফলক এখন তামিমের। মাত্র ৪২ ইনিংসে চার অঙ্কের এই ঘরে পৌঁছান তিনি। আগের দ্রুততম ছিল তাওহিদ হৃদয়ের, ৪৫ ইনিংসে এক হাজার রান করেছিলেন হৃদয়।

এদিকে তামিম-সাইফ জুটিতে ১৪.১ ওভারে তিন অঙ্কে পৌঁছায় বাংলাদেশ। তবে এরপরই ফেরেন সাইফ, ২২ বলে ২৩ রানে শেষ হয় তার ইনিংস। এরপর খেই হারায় দল, দ্রুত হারায় আরো ৪ উইকেট।

রিশাদ হোসেন ১, নুরুল হাসান ৩, নাসুম আহমেদ ১ ও জাকের আলি আউট হন ৫ রান করে। তবে একপ্রান্ত ধরে রেখে রানের গতি ঠিক রাখেন তামিম। ছিলেন সেঞ্চুরিরর পথেই। তবে আশা পূর্ণ হয়নি।

তামিমের ৯ চার ৪ ছক্কার ইনিংস শেষ ওভারে এসে শেষ হয়, ৬২ বলে তিনি করেন ৮৯ রান। ১৯.১ ওভারে ১৪২ রানে ৮ উইকেট হারায় দল। পরের বলেই ফেরেন শরিফুল ইসলাম। শেষ দিকে তাসকিনের ৪ বলে ৯ রানে দেড় শ’ পেরোয় টাইগাররা।

২ উইকেটে ১৪.৩ ওভারে ১০৭ রান করা বাংলাদেশের শেষ ৩৩ বলে আসে ৪৪ রান, হারায় ৮ উইকেট! যেখানে ২৪ রানই তামিমের। এদিকে বল হাতে রোমারিও শেফার্ড ৩, খ্যারি পিয়েরে ও জেসন হোল্ডার নেন ২ উইকেট।

এদিকে সিরিজ জিতে স্বস্তিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচের একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে। নিয়মিত অধিনায়ক শাইহোপও ছিলেন না একাদশে। বিপরীতে সিরিজে প্রথমবার সুযোগ পান আমির জাঙ্গো।

সুযোগ পেয়ে ভালোই শুরু করেন আমির, তবে ভয়ের কারণ হয়ে ওঠার আগেই তাকে থামান রিশাদ হোসেন। ২৩ বলে ৩৪ রান করে ৭.৩ ওভারে আউট হন তিনি। তার আগেই অবশ্য আরো দুটো উইকেট হারায় ক্যারিবীয়রা।

অ্যালিক আথানেজ ৮ বলে ১ রান করে ও ৭ বলে ৮ রান করে আউট হন ব্রেন্ডন কিং। এরপর ১৫ ওভার পর্যন্ত আর বাংলাদেশকে সুযোগ দেননি রোস্টন চেজ ও আকিম। দুজনেই হয়ে ওঠেন বিধ্বংসী।

আকিম ২৪ বলে ও চেজ ফিফটিতে পৌঁছান ২৮ বলে। তবে এরপর আর কোনো রান করতে পারেননি দুজনের কেউ, একই ওভারে রিশাদের জোড়া শিকার হয়ে ফেরেন তারা। তখন অবশ্য জয় থেকে মাত্র ৮ রান দূরে দল।

১৫.১ ওভারে চেজের স্ট্যাম্প ভাঙেন রিশাদ, একবল পর ক্যাচ দিয়ে ফেরেন ৫ ছক্কা হাঁকানো আকিম। বাকি রান তুলতে আর বেগ পেতে হয়নি সফরকারীদের। ৪৩ রানে ৩ উইকেট শিকার রিশাদের।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে ৭ অস্ত্র চুরি
চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলী আর নেই
তিনটি রাজনৈতিক দলকে প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সংকেত
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝