মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫,
২০ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
খেলাধুলা
দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 3 November, 2025, 7:48 AM

নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল।

নাবি মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টা নাগাদ হওয়ার কথা ছিল ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে আসে ১০৪ রান। এরপর স্মৃতি মান্ধানা ৪৫ ও শেফালি ভার্মা ফেরেন ৮৭ রান করে। এরপর দীপ্তি শর্মার ফিফটি (৫৮ বলে ৫৮) আর রিচা ঘোষের ক্যামিওর (২৪ বলে ৩৪) কল্যাণে ৭ উইকেটে ২৯৮ রান তোলে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। ২৩ রানে ফেরেন তাজমিন আর শূন্য রানে আন্নিকে বশ। ২৫ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন সুনে লুস। টিকতে পারেননি ম্যারিজেন ও জ্যাফটা।

তবে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা ভলভার্ট। তবে ৯৮ বলে ১০১ রান করে দিপ্তির বলে প্যাভিলিয়নে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সেমিফাইনালেও এই ওপেনার সেঞ্চুরি করেছিলেন।

লরা ফেরার পর দক্ষিণ আফ্রিকার যেন সব আশা শেষ হয়ে যায়। দীপ্তির বোলিং তোপে বেশি দূর আর এগোতে পারেনি তারা। ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

দীপ্তি শর্মা ৩৯ রান দিয়ে তুলে নেন প্রতিপক্ষের পাঁচ-পাঁচটি উইকেট। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ব্যাট হাতে সেঞ্চুরি মিস করা শেফালি বল হাতে শিকার করেন দুটি উইকেট।

এর আগে, নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার ট্রফিটা এলো এশিয়ার কোনো দেশে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে ৭ অস্ত্র চুরি
চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলী আর নেই
তিনটি রাজনৈতিক দলকে প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সংকেত
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝