বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫,
৩ আশ্বিন ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি
Publish: Thursday, 18 September, 2025, 8:53 AM

সাতক্ষীরার মাদরা সীমান্তে পাচারের চেষ্টা ব্যর্থ করে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সীমান্তের তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ডলার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে— মাদরা সীমান্তের তেঁতুলতলা পয়েন্ট দিয়ে ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। খবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল আগে থেকেই অবস্থান নেয়। এ সময় সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করা এক ব্যক্তিকে ধাওয়া করলে, সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে দেখা যায়, ভেতরে একশো ডলারের তিনটি বান্ডিল রয়েছে। প্রতিটি বান্ডিলে সমান সংখ্যক নোট মিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, উদ্ধারকৃত ডলারের বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। আইনি প্রক্রিয়া শেষে ডলারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সীমান্ত এলাকায় বৈদেশিক মুদ্রা ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি
গাড়ির গ্যাস সিলিন্ডারে মিলল ৪৪৪০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২
রাজধানীর দুই সিসা বারে অভিযান, ১৫ কেজি সিসা-১৩ হুক্কা জব্দ
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে হামলা, নিহত ১৯
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝