গাড়ির গ্যাস সিলিন্ডারে মিলল ৪৪৪০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২
কক্সবাজার প্রতিনিধি
Publish: Thursday, 18 September, 2025, 8:18 AM

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী এক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কৌশলে লুকানো ৪৪ হাজার ৪০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে টেকনাফের পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে এ অভিযান চালানো হয়।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— টেকনাফের উত্তর লম্বরীপাড়ার মৃত মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মো. ইয়াসিন (৩৯) ও ছোট হাবীরপাড়ার আবু সামাদের ছেলে রহমত উল্লাহ (২৯)।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফের পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডের জাফর চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) গতিরোধ করে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় প্রাইভেটকারে থাকা যাত্রীদের সন্দেহজনক আচরণ ও গতিবিধির কারণে গাড়িতে তল্লাশি চালিয়ে ২টি গ্যাস সিলিন্ডার দেখা যায়। এতে একটি গ্যাস সিলিন্ডার স্থানীয় লেদ মেশিনের দোকানে নিয়ে কাটা হলে গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৪ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারকারীদেরকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: