বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫,
৩ আশ্বিন ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
তেজগাঁওয়ের সাতরাস্তায় যান চলাচল শুরু
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 17 September, 2025, 4:06 PM

ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে যান চলাচলের পথ ছেড়ে দিয়ে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সড়কের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

এর আগে, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তারা।

দাবিগুলো হলো—

১. প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক’ তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।

৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবি ও সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।

৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম জানান, শিক্ষকেরাও তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। আজকের কর্মসূচিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ চারটি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক আন্দোলনে অংশ নিয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা ছাড়াল ৬৫ হাজার
নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি
গাড়ির গ্যাস সিলিন্ডারে মিলল ৪৪৪০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২
রাজধানীর দুই সিসা বারে অভিযান, ১৫ কেজি সিসা-১৩ হুক্কা জব্দ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝