বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫,
৩ আশ্বিন ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
সাজেকে জীপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২
রাঙ্গামাটি প্রতিনিধি
Publish: Wednesday, 17 September, 2025, 7:56 PM

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে পর্যটকবাহী জীপ গাড়ি গভীর খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১২জন আহত হয়েছেন। নিহত নারী পর্যটক হলেন রুবিনা আফছানা রিংকি (২৩)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা যায়। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার  সময় খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার সময় পর্যটকবাহী জীপ গাড়িটি  সিজকছড়ার হাউজপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনার স্বীকার হয়। মুল সড়ক থেকে প্রায় তিনশ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। 

সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম আচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৮ জনের পর্যটকের একটি গ্রুপ বিভিন্ন পর্যটকবাহী গাড়িতে করে সাজেক যাচ্ছিল। তার মধ্যে ১৩ জনের একটি গ্রুপের চাঁদের গাড়ি(জীপ) নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই  রুবিনা আফছানা রিংকি (২৩) নিহত হন। নিহত রুবিনার বাড়ী গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ। গাড়িতে থাকা একজন শিক্ষকসহ ১২জন ছাত্রী আহত হয়। দুর্ঘটনার পর পর স্থানীয় জনসাধারন, পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা ছাড়াল ৬৫ হাজার
নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি
গাড়ির গ্যাস সিলিন্ডারে মিলল ৪৪৪০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২
রাজধানীর দুই সিসা বারে অভিযান, ১৫ কেজি সিসা-১৩ হুক্কা জব্দ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝